News update
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     

বাইডেনের স্ত্রী, মেয়েসহ আরো ২৫ আমেরিকান রাশিয়ায় নিষিদ্ধ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-28, 8:00pm

image-48130-1656415998-0a29f970f4b0c23b6eb307511e259d091656424858.jpg




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যাসহ আরও ২৩ আমেরিকানকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, "রাশিয়ার রাজনৈতিক ও সাধারণ ব্যক্তিদের বিরুদ্ধে ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবে আরো ২৫ আমেরিকান নাগরিককে নিষিদ্ধ তালিকায় যুক্ত করা হয়েছে।” খবর এএফপি’র।

এ তালিকায় মেইন রাজ্যের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়া’র চার্লস গ্রাসলি, নিউইয়র্কের কার্সটেন গিলিব্র্যান্ডসহ বেশ কয়েকজন মার্কিন সিনেটর রয়েছেন।

এতে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছেন। তথ্য সূত্র বাসস।