News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী পাঁচদিনে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-10-27, 6:11am

alart_by_mahamudul_bhai-a1a1a8ba0794b4ffa54a46bea7c3715b1761523895.jpg




বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কায় দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গতকাল রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে ১১ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক শূন্য ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই গভীর নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী পাঁচ দিনের বৃষ্টিপাত পরিস্থিতি

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দুই দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ২৮ অক্টোবর থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং ২৯ ও ৩০ অক্টোবর তা তীব্র আকার ধারণ করবে। 

২৭ অক্টোবর (দ্বিতীয় দিন): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

২৮ অক্টোবর (তৃতীয় দিন): রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৯ ও ৩০ অক্টোবর (চতুর্থ ও পঞ্চম দিন): দেশের অধিকাংশ এলাকায়, বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পরিবর্তন

প্রথম দুই দিন (২৬ ও ২৭ অক্টোবর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ২৮ অক্টোবর থেকে তাপমাত্রা কমা শুরু করবে। ২৯ অক্টোবর তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।