
রাজশাহী বিভাগে এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। বিভাগের পাবনার ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় ঈশ্বরদীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের ২১ মের পর এটি রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা।
রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষক রাজিব খান বলেছেন, রাজশাহী ও ঈশ্বরদীতে যে তাপমাত্রা বিরাজ করছে এটিই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তবে সারাদেশের মধ্যে তাপমাত্রার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ জায়গায় রয়েছে রাজশাহী। রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিকেল ৩টায় বাতাসের আদ্রতা ছিল মাত্র ১৮ শতাংশ।
তিনি বলেন, কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছিল। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা বেশি।
চলতি মাসে একটানা ১১ দিনের তাপমাত্রা পর্যবেক্ষণে দেখা গেছে, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বগতির দিকেই ছিল। এর মধ্যে একটানা চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। আর বাকি দিনগুলো ৪০ ডিগ্রি তাপমাত্রার নিচে থাকলেও ৩৭ থেকে ৩৯ ডিগ্রির ঘরেই ছিল। তথ্য সূত্র আরটিভি নিউজ।