News update
  • China highway collapse: Death toll rises to over 40     |     
  • “Despite economic success, developing Asia unprepared for elderly wellbeing”     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Thursday morning     |     
  • 8 BD nationals die in Tunisia boat capsize: Bodies due today     |     

ঝিনাইদহে ৮টি প্রাইভেট মেডিকেল সেন্টার বন্ধ ঘোষনা

ঝিনাইদহ প্রতিনিধি অপরাধ 2022-05-27, 10:22pm

jhenidah-clinic-photo-b6669c496e4444b38b285af40e1519d51653668554.jpg




ঝিনাইদহে অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ।


শুক্রবার দুপুরে শহরের আরাপপুর, টার্মিনাল, হামদহসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসকল হাসপাতালের নিবন্ধন নেই সেই হাসপাতালগুলো তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে।


এ পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার, ঢাকা ল্যাব এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার , নোভেল প্রাইভেট হাসাপাতালসহ ৮টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে।


জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় ১’শ ৭৯ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে ২৭ টি অনিবন্ধিত ও ৪৮টির নবায়ন করা হয়নি।