News update
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Police 2025-03-25, 11:53pm

neelganj-up-chairman-md-babul-mia-has-been-arrested-in-kalapara-ed4f3a0a6d673b2bcdd680ff3a6585701742925226.jpg

Neelganj UP chairman Md, Babul Mia has been arrested in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া (৫৭) কে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত পৌনে দুই  টার দিকে পৌরশহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন মাহমুদ জানান, কলাপাড়া উপজেলা বিএনপি'র কার্যালয় ভাংগা সম্পর্কিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে চেয়ারম্যানকে আদালতে সোপর্দ করছে। সে নীলগঞ্জ ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি। 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, তাকে কলাপাড়া উপজেলা বিএনপি'র অফিস  ভাংগা মামলায় আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরন করেছেন। - গোফরান পলাশ