News update
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     

পোশাকে নয়, মানসিকতায় স্মার্ট হয়ে কাজ করতে হবে : কুজেন্দ্র লাল

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2024-02-23, 8:18am

djshfueyuwr-2e9b93cb107cc8d3c3280eddb5848f941708654704.jpg




পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু পোশাকে নয়, মানসিকতায় স্মার্ট হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স হাই স্কুলে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামকেও ঠিক একই পথে কাজ করতে হবে। দেশের ৬৪টি জেলার মধ্যে খাগড়াছড়িকে অনন্য একটি জেলা হিসেবে গঠন করতে চাই। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও পুলিশ সুপার মুক্তা ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। এসময় স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এবং সদ্য পুলিশ সুপার পদে পদোপ্রাপ্ত মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য শতরূপা চাকমা, খাগড়াছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান, জেলা পুলিশের ডিবির ওসি মো. শামসুজ্জামান, ডিএসবির ডিওয়াইওয়ান মো. আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।