News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

কোস্ট গার্ডের অভিযানে ১৫০ মণ হাঙ্গর ও ২০ টি শাপলা পাতা মাছ জব্দ

Fishery 2023-03-20, 10:18pm

150-maunds-of-shark-and-some-other-fishes-were-seized-by-coast-guard-in-kalapara-6527232b9c4387455a3e6bc4926cc89b1679329138.jpg

150 maunds of shark and some other fishes were seized in Kalapara by Coast Guard.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ১৫০ মন ভাঙ্গর ২০টি শাপলা পাতা জব্দ করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিপুর থানার আলীপুর বিএফডিসি ঘাট সংলগ্ন একটি শুঁটকি পল্লীতে তল্লাশি চালিয়ে ১৫০ মণ কাটা অবস্থায় অবৈধ হাঙ্গর ২০ পিস (১০ কেজি) শাপলা পাতা  মাছ জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। 

এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে জব্দকৃত হাঙ্গর বন বিভাগের বীট কর্মকর্তা, মহিপুর রেঞ্জ, মোঃ আরিফ হোসেন এর উপস্থিতিতে বিসিজি স্টেশন নিজামপুর নিয়ে আসা হয় এবং জব্দকৃত হাঙ্গর শাপলা পাতা মাছ বন বিভাগের সদস্যের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। - গোফরান পলাশ