News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র স্থগিত

Election 2023-12-03, 7:36pm

japa-jatiya-party-quader-efe4481a1613d3be2841e1399d8836ee1701610592.jpeg

Japa - Jatiya Party (Quader)



পটুয়াখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও লাঙ্গল প্রতিকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র স্থগিত করেছে রিটানিং কর্মকর্তা।

২০০০-২০০৯ সাল পর্যন্ত রুহুল আমীন হাওলাদার ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর পরিশোধ না করায় তার মনোনয়ন পত্র স্থগিত করেছে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম। 

আজ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে দাখিলকৃত মনোনয়পত্র যাচাই-বাছাই কালে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়।

যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী-২১ সার্কেলের সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা ৮ সার্কেল ১৬০ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে। এছাড়া ২০১২-১৩ সাল থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিল ট্রাইবুনালে ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা, রাজস্ব আইনে এ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে।

রুহুল আমিন হাওলাদার এর বরাত দিয়ে তার প্রতিনিধি জানান, বকেয়া কর আজকের মধ্যে পরিশোধ করবেন। তবে এখন পর্যন্ত করেনি তাই আমরা বিষয়টি বাছাই অনুষ্ঠানে অভিযোগ উত্থাপন করলে জেলা রিটানিং কর্মকর্তা তার মনোনয়ন পত্র স্থগিত করেন।

এছাড়া পটুয়াখালী-১ আসনে দাখিলকৃত মনোনয়নের মধ্যে ঋন খেলাপীর দায়ে বাংলাদেশ কংগ্রেস এর নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা আগামীকাল সোমবার বিকেল ৪ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। - গোফরান পলাশ