News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

শীতের মিষ্টি রোদে মেকআপ ছাড়া সামনে এলেন জয়া আহসান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-15, 9:25am

werwerwerwe-2edee4661a81250451d54239496384cb1765769119.jpg

নো-মেকআপ লুকে ধরা দিলেন জয়া আহসান। ছবি: সংগৃহীত



জয়া আহসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে। টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। রয়েছে বলিউডের তারকাদের সঙ্গে ওঠাবসা। পারিবারিক সখ্যতাও রয়েছে কারও কারও সঙ্গে। বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর জয়াকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু জয়া তা করেননি। জয়াকে নিয়ে রয়েছে প্লাস্টিক সার্জারি করার গুজবও।

নানারকম লুকে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন অভিনেত্রী জয়া আহসান। তবে এবার নো মেকআপ লুকে সামনে এলেন তিনি। ঝলমলে রোদ গায়ে মাখিয়ে মুচকি হাসিতে দেখা গেছে তাকে।

সম্প্রতি তার আপেল হাতে নিয়ে একটি ছবি বেশ আলোচনা সৃষ্টি করে। তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনাও হয়, বিশেষ করে ডিজাইন নিয়ে। এমন আবহের মাঝেই নিজেকে নো-মেকআপ লুকে ধরা দিয়ে ফের আলোচনায় এলেন জয়া।

সাধারণত স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসা কম নয়। এমন সময়ে হঠাৎই নো মেকআপ লুকে ধরা দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী।

এই মুহূর্তে অভিনেত্রী নিজ বাড়িতে নিজের মত করে ঘরোয়া জীবন কাটাচ্ছেন। তার এই ঘরোয়া লাইফস্টাইল, দৈনন্দিন খাওয়া-দাওয়া এবং পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত তুলে ধরলেন ভক্তদের মাঝে।

শুক্রবার জয়া আহসান তার ফেসবুক থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী শুধু উল্লেখ করেন- ‘শীতদুপুর।’ ছবিতে দেখা যায়, তিনি রীতিমতো ঘরোয়া, নো মেকআপ লুকে রয়েছেন। কয়েকটি সেলফিতে তাকে দিনের আলোয় রোদমাখা ত্বকে দেখা যাচ্ছে; কোনো কৃত্রিম সাজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য স্পষ্ট হয়ে উঠেছে।

২০২৫ সাল জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিগুলো মুক্তি পেয়েছে।