News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

মা হলেন স্বাগতা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-23, 7:22am

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951750641775.jpeg




অভিনেত্রী জিনাত শানু স্বাগতা প্রথমবারের মতো মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে জন্ম নিয়েছে তাঁর কন্যাসন্তান। মা ও নবজাতক—দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাগতা নিজেই।

২১ জুন রাতে নিজের ফেসবুক প্রোফাইলে মেয়ের একটি ছবি পোস্ট করে স্বাগতা লিখেছেন, মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।

বিয়ের এক বছরের মাথায় মাতৃত্বের এই আনন্দ সংবাদ জানান তিনি ফেব্রুয়ারিতে। শুরুতে বাংলাদেশের একাধিক হাসপাতালেই চিকিৎসা নেন স্বাগতা। কিন্তু নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় চিকিৎসকদের সিদ্ধান্তের বাইরে গিয়ে পাড়ি জমান থাইল্যান্ডে।

সেখানে গিয়েও একাধিক হাসপাতাল ঘুরতে হয় তাঁকে। অবশেষে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সফলভাবে কন্যাসন্তানের জন্ম দেন স্বাগতা। এর আগেও সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছিলেন, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি। 

স্বাগতা ও তাঁর স্বামী হাসান আজাদ প্রেমের দীর্ঘ পথ পেরিয়ে ২০২৪ সালের ২৪ জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন। হাসান একজন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে লন্ডনে বসবাসরত হাসান একজন সফল ব্যবসায়ীও।