News update
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     

তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিক্রিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-26, 7:53pm

rterew-18b8b25d026e2b35ed2fb7269a6b00561745675639.jpg




অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিকমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। এবার ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী শবনম ফারিয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. তাসনিম জারাকে নিয়ে একটি পোস্টে শবনম ফারিয়া বলেন, যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?

ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন ফারিয়া। তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।

প্রসঙ্গত, অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। ২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা প্যানেল থেকে নির্বাচন করেছিলেন এই আইনজীবী।আরটিভি