News update
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     

খুব শিগগিরই সুখবর দেবেন মেহজাবীন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-26, 7:15am

0f2af00c3d38dded84a2f2b112060ccecb98bbef3d1710c5-31151d7f3ca798890b5acac36d32d06e1745630139.jpg




বিয়ের পর প্রথম জন্মদিন উদ্‌যাপন করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অন্যরকম অনুভূতি, অন্যরকম আয়োজনের বিশেষ সে মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। জন্মদিন উদ্‌যাপন শেষ করেই ভক্তদের সুখবর দেবেন বলে জানান অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফেসবুকে মেহজাবীন তার জন্মদিনের মুহূর্তের ৬টি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, বিশেষ জন্মদিন।

গত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। এ দিনটি স্বামী, পরিচালক আদনান আল রাজীবের বাড়িতেই উদ্‌যাপন করেছেন অভিনেত্রী। তবে বাবা, মা, ভাই, বোনদের সঙ্গেও দিনটি উদ্‌যাপন করেন তিনি।

এবারের জন্মদিনের বিশেষ অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহজাবীন সংবাদমাধ্যমে বলেন, দুই পরিবারের সঙ্গে এবারের জন্মদিন উদ্‌যাপন করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।

জন্মদিন উদ্‌যাপন শেষ করার পর এ অভিনেত্রীর কাছে কাজের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই বড় কাজের ঘোষণা দিতে পারি। সময় হলেই জানাব।

লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবীন। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে কাজ করেছেন নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেই নির্মাতা রাজীবকে ভালোবেসে বিয়ে করে সুখের সংসার শুরু করছেন এ সেলিব্রেটি।  সময়।