News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের ১০ স্থানে ইরানের ভয়াবহ হামলা 

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-22, 1:46pm

img_20250622_134422-6e782685a60b042db984c4c0843638111750578392.jpg




ইরানে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের পর ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ ১০ স্থানে প্রথমবার রকেট ও শার্পনেল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।

ইসরায়েলের জরুরি পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে রকেট ও শার্পনেল ইসরায়েলের ১০ স্থানে আঘাত হেনেছে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব অঞ্চল এবং উত্তরের উপকূলীয় সমতলভূমি।

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলে ১১ জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে একজন শার্পনেলের আঘাত পেয়েছেন, আর বাকি ১০ জন স্বল্পমাত্রায় আহত হয়েছেন।

জানা যায়, ইরানি ক্ষেপণাস্ত্রের সবশেষ আঘাতের খবরে ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা ১০টি স্থানে ছুটে গেছেন এবং উদ্ধার কাজ করছেন।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা নতুন ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্কতা জারি করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

জেরুজালেমে অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন, শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভিডিওতে একাধিক বস্তু আকাশে উড়তে দেখা গেছে। 

এ ছাড়া ইসরায়েল ও ইরানের মাঝখানে অবস্থিত জর্ডানেও সতর্কসংকেত বাজতে শোনা গেছে।