News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

সিরিয়ার আকাশে ‘মুখোমুখি’ ইসরাইল-তুরস্কের যুদ্ধবিমান!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-05-05, 7:31am

a3202ce52d83859dae077e1ba4f0f175a5e890cafa9bca79-1-c625c5e4f91ceeb1a31dadcf2ef6b5981746408698.jpg




দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গেল বৃহস্পতিবার রাতে ইসরাইলি হামলার সময়, ইসরাইলি বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল সেখানে তুর্কি যুদ্ধবিমানগুলো ‘নজরদারি ফ্লাইট’ পরিচালনা করেছে বলে জানা গেছে।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুসারে, তুর্কি এফ-১৬ বিমানগুলো ইসরাইলি যুদ্ধবিমানকে সতর্কীকরণ সংকেত পাঠিয়েছিল। উভয় পক্ষের মধ্যে একটি সংক্ষিপ্ত রেডিও যোগাযোগও স্থাপন হয়, যার ফলে তারা সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। 

তুর্কি ওয়েবসাইট সোজকু-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম এন১২ জানিয়েছে, ব্যাপক ইসরাইলি হামলার সময় তুর্কি যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং ইসরাইলি বিমানগুলোকে ‘সতর্কীকরণ বার্তা’ পাঠায়। 

জানা গেছে, ইসরাইলি যুদ্ধবিমান থেকে ‘তুরস্কের সাথে সম্পর্কিত বাহিনীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

এন১২ বলছে, একাধিক স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরাইল। যার মধ্যে তুর্কি সিরিয়ান একটি গোষ্ঠীও রয়েছে, যারা তুরস্ক থেকে অস্ত্র, রসদ এবং প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে।