News update
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     

ইউক্রেনের হাসপাতালে রুশ রকেট হামলা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-05-27, 7:57am

6e4b9130-fbb2-11ed-92cc-b3a9bf1f67e9-a72e670f60809335824b0225bedbbcb21685152654.jpg




পূর্ব ইউক্রেনের দনিপ্রোতে একটি চিকিৎসা কেন্দ্রের ওপর রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দু'জন নিহত এবং আরো অন্তত ২৩ জন আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্ক এই আক্রমণের কথা নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন হাসপাতালটি থেকে লোকজনকে উদ্ধার করা এবং আক্রান্ত স্থানটি পরিষ্কার করার জন্য কাজ করছেন।

আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে এবং মোট ২১ জন আহত লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক বলেন, রকেট এবং ড্রোন ব্যবহার করে শহরটিতে আক্রমণ চালানো হয়েছে।
এ ছাড়া রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ড্রোনের টুকরো পড়ে বাড়িঘর, শপি! সেন্টার ও কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া শুক্রবার ক্রাইমিয়ার পূর্বদিকে রাশিয়ার ভেতরে ক্রাসনোডারে এক বিস্ফোরণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর বলেছেন দুটি ইউক্রেনীয় ড্রোন হামলায় এ বিস্ফোরণ ঘটেছে।

রাশিয়ার বেলগোরদ অঞ্চলেও গতরাতে অন্তত ১৩০টি হামলা হয় বলে সেখানকার গভর্নর জানিয়েছেন। এতে একজন মহিলা আহত হয়েছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করেছেন - যাতে দেখা যায় দনিপ্রোর হাসপাতাল ভবনটি থেকে ধোঁয়া উঠছে এবং অগ্নিনির্বাপকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

“রুশ সন্ত্রাসীরা যে সকল মানবিকতা ও সততার বিরুদ্ধে তা তারা আবারো নিশ্চিত করেছে” বলেন মি . জেলেনস্কি।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, তারা গত রাতে রাশিয়া থেকে নিক্ষিপ্ত ১৭টি ক্ষেপণাস্ত্র এবং ৩১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

পূর্ব ইউক্রেনের দুটি শহর দনিপ্রো এবং খারকিভে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে – যার মধ্যে একটি তেল শোধনাগারও রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে এবং ইউক্রেনীয় বাহিনীর সম্ভাব্য পাল্টা আক্রমণের আগে বিভিন্ন অবকাঠামোকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। তথ্য সূত্র বিবিসি বাংলা।