News update
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ অপু

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-04-19, 11:42pm

qeqwew-2f4c70beac7bbbae11aa2dd948a4460d1745084541.jpg

আজাদ আবুল কালাম ও রাশেদ মামুন অপু। ছবি : ফেসবুক থেকে নেওয়া



টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের (২০২৫-২০২৮) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ  শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই ঘোষণা দিয়েছেন। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এতে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৪০ জন প্রার্থী। এ ছাড়া আপিল বোর্ডে আছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

এবারের নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু। 

আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন। 

কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য নির্বাচিত হয়েছেন ইমরান হাসো, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, শিপন, রাফা নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী। 

এছাড়া অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে লড়ছেন তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা দুজনই এবারের নির্বাচনে অংশ নেননি।