News update
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     
  • Hamas ready and serious to reach an accord if it ends war     |     
  • Paradise lost: Cox’s Bazar tourists shocked by wastes at sea     |     

বসন্ত আর ভালোবাসার রঙে রঙিন বইমেলা

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-02-14, 3:10pm

img_20250214_150722-dbfb01d8326ea5b80aecf1306661c8e21739524217.jpg




নাগরিক প্রাণে দোলা দিচ্ছে বসন্ত আর ভালোবাসা দিবস। দুই উৎসবের বাতাসে রঙিন বইমেলা। তবে অমর একুশের বইমেলায় বসন্তের রঙের ছোঁয়া লেগেছিল গতকালই। বেলা তিনটায় মেলার দ্বার খোলার পর থেকেই দলে দলে সুসজ্জিত নারী–পুরুষ আসতে থাকেন মেলা প্রাঙ্গণে। কিশোরী, তরুণী থেকে গৃহিণী—অধিকাংশ নারীর পরনেই ছিল বাসন্তী রঙের শাড়ি। মেলায় প্রবেশপথের সামনেই সারি দিয়ে বসেছে গাঁদা-গোলাপসহ মৌসুমি ফুলের পসরা। সেখান থেকে মালা বা ফুলের রিং কিনে তারা বসন্তের সাজ পূর্ণ করেছেন রঙিন ফুলে ফুলে। পুরুষদের পরনেও ছিল সঙ্গিনীর সঙ্গে মানানসই পাঞ্জাবি বা উজ্জ্বল রঙের পোশাক। তাতেই বসন্তের রঙিন আভাস ছড়িয়ে পড়েছিল বইমেলায়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মেলা আজ আরও বর্ণাঢ্য হয়ে উঠেছে সকাল থেকেই। ছুটির দিনে পড়েছে বসন্ত ও ভালোবাসা দিবস। বেলা ১১টা থেকে মেলা শুরু হয় শিশুপ্রহর দিয়ে। শিশুপ্রহর চলবে বেলা একটা পর্যন্ত। পবিত্র শবে বরাতের কারণে মেলা রাত নয়টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হবে।

গতকাল মেলায় যেমন প্রাক্‌–বসন্তের রং লেগেছিল, তেমনি বিক্রিও বেড়েছিল আগের দিনের চেয়ে। সাধারণ গ্রন্থানুরাগীরা ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যায় এসেছিলেন বইমেলায়। তিনি মেলার বেশ কিছু স্টল ঘুরে দেখেন। সাংবাদিকদের বলেন, সব বয়সের পাঠকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে প্রেরণা দিয়ে সবার মঙ্গল কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ নেতা-কর্মীরা।

গতকাল মেলায় নতুন বই এসেছে ৮৫টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে কথা প্রকাশ এনেছে আহমাদ মোস্তফা কামালের গল্প রূপ নারানের কূলে; ঐতিহ্য এনেছে আলতাফ শাহনেওয়াজের কবিতার বই তবু আমরা জেগে থাকবো; প্রথমা এনেছে খন্দকার স্বনন শাহরিয়ারের উপন্যাস যেখানে সীমান্ত তোমার; পাঞ্জেরী এনেছে মনি হায়দারের কিশোর উপন্যাস উড়িতেছে সোনার ঘোড়া এবং পাঠক সমাবেশ এনেছে আবুল আহসান চৌধুরী সম্পাদিত বিশ শতকের কথাশিল্পী ফজলুর বারি চৌধুরীর আগুনের খেলা ও অন্যান্য গল্প।

বাংলা একাডেমির সচিব ও বইমেলার টাস্কফোর্সের আহ্বায়ক ড. সেলিম রেজা বলেন, বেচাকেনা কম হলেও নতুন বই প্রকাশের কমতি নেই। ১২ ফেব্রুয়ারি ৯১টি নতুন বইয়ের নাম এসেছে মেলার তথ্যকেন্দ্রে। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে বাঙ্গালা গবেষণা এনেছে আবুল কাসেম ফজলুল হকের প্রবন্ধ আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা, মাওলা ব্রাদার্স এনেছে মশিউল আলমের সঞ্চায়ন ও অনুবাদে বিষয় দস্তইয়েফ্‌স্কি, প্রথমা এনেছে আবুল বাসারের বিজ্ঞানভিত্তিক বই আবিষ্কারের কাহিনি, ঐতিহ্য এনেছে আনোয়ারা সৈয়দ হকের আত্মজৈবনিক দহসী জীবন, চৈতন্য এনেছে পার্থ প্রতীম নাথের পরিবেশবিষয়ক প্রবন্ধ রাতারগুলের ছাতা, আহমদ পাবলিশিং হাউস এনেছে মাহমুদুর রহমানের মোগল সম্রাটদের নিয়ে ঐতিহাসিক উপন্যাস মোগলনামা, অভিযান এনেছে সঞ্জয় দেওয়ানের কবিতা জলের ক্যালিগ্রাফি, আগামী এনেছে ফরহাদ মজহারের কবিতা আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে, অনুপম এনেছে মৃত্যুঞ্জয় রায়ের জীববিজ্ঞানবিষয়ক সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য, ময়ূরপঙ্খি এনেছে শিশুতোষ গল্প আমি সত্য কথা বলতে চাই, জাগৃতি এনেছে আফজাল হোসেনের উপন্যাস কারিন। আরটিভি।