News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৫১ জন

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-06-20, 7:51pm

40678bf66edc429320d89ecb4ce368078becae4a45c6112a-0aed29d1dca95ba98e3546d695e4f7bb1750427481.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ১০ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ১৮ জন রয়েছেন।

অন্য বিভাগগুলোর মধ্যে রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন রোগী।

গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১,০০,০৪০ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।