
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা শহরকে ঢেকে ফেলার প্রস্তুতি নিয়েছে সরকার। এই বিশাল কর্মযজ্ঞের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন পর্যন্ত পুরো প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। তিনি বলেন, 'নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে পরিকল্পনা করা হয়েছে। পুলিশের পাশাপাশি প্রয়োজন হলে বিশেষ কিছু এলাকায় সেনাবাহিনীও সহায়কের ভূমিকা পালন করবে।'
নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে শফিকুল আলম উল্লেখ করেন যে, সম্প্রতি বড় ধরনের গণজমায়েত ও জানাজা আয়োজনের অভিজ্ঞতার আলোকে এই পরিকল্পনা সাজানো হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো পুরো বিষয়টি নতুন করে পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা আরও বিস্তৃত ও সুসংগঠিত করেছে।
তিনি আরও জানান, বিএনপির সঙ্গে সরকারের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনায় দুই পক্ষের মধ্যে সমন্বয় বজায় আছে। আয়োজনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পার্টির পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
জানাজা উপলক্ষে সাধারণ ছুটি থাকায় রাজধানীতে সাধারণ মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে লক্ষ্যেই ট্রাফিক ব্যবস্থাপনা ও ভিড় সামলাতে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।