News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

স্বৈরাচার পতন দিবসকে আইএবি নানা আয়োজন উদযাপন করবে

রাজনীতি 2025-08-03, 11:55pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991754243732.png

Islami Andolan logo.



আগামী আগস্ট ২০২৫, রোজ মঙ্গলবার পতিত স্বৈরাচার উৎখাতের এক বছর পূর্ণ হবে। দীর্ঘ দেড়যুগ ধরে জগদ্দল পাথরের ন্যায় জাতীর ওপরে চেঁপে বসা নৃশংস আওয়ামী শাসকগোষ্ঠির হাত থেকে রক্ষা পাওয়ার এই দিনকে মহান আল্লাহ দরবারে শুকরিয়া, আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া শ্রদ্ধা প্রদর্শন এবং আগামীতেও দেশকে যেকোন স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে দিনটি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, জুলাই আন্দোলনের অগ্রসেনানী মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই স্বৈরাচার পতন দিবস উদযাপনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের ব্যবস্থাপনায় আয়োজিত দিনভর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বক্তব্য রাখবেন।

সারা দিনের কর্মসূচিতে রয়েছে, সকাল ১০.০০ থেকে সমাবেশ। দুপুর বারোটায় গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করবে। দুপুর :৩০ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। দেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠান চলবে মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের পরে মাহফিল দোয়ার কার্যক্রম শুরু হবে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন, শাইখ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বৈরাচার উৎখাতে দিনভর আয়োজনে সকলকে উপস্থিত থাকার জন্য ঢাকাবাসীকে আহবান জানানো হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি