News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত: নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-18, 5:41pm

8e49c368a085e4b288b846495804ca42d78156b54a668706-65b4196b6b27256cb22ff3b063a4d7e71750246899.jpg




সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ বলেন, ‘এনসিসি গঠনে আমরা একমত। কাউন্সিলের ওপর রাষ্ট্রের সবার যেন আস্থা থাকে। যারা বিরোধিতা করেছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। পুরানো কাঠামোকে সমর্থন না করে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখার আমরা আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, তিন বাহিনী প্রধান ও প্রধান বিচারপতি নিয়োগ এনসিসির বাইরে রাখার প্রস্তাব করেছে এনসিপি।

একই বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ না হলে রাষ্ট্র সংস্কার অসম্পূর্ণই থেকে যাবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, এনসিসির প্রস্তাবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বাকিরা একমত হয়েছে। আশা করি তারাও একমত হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়।