News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশা প্রধান উপদেষ্টার

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-02, 8:17pm

51ebb65ae44ef8d93be93b157af447139fed86bbbca9dd3e-5b23ce79bece635d3787454b698b82091748873832.jpg




আগামী দিনের রাজনীতি বিভক্তির নয়, ঐক্যের হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী দিনে বিভক্তির রাজনীতি কমবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।

সোমবার (২ জুন) জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কার্যক্রমে জাতীয় ঐকমত্য তৈরি এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। জুলাই সনদে সকলে মিলে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সবার অংশগ্রহণে প্রথম পর্যায়ের সংলাপ সফল হয়েছে। ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনাগুলোর সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টা করা হবে সংলাপের দ্বিতীয় পর্যায়ে।

দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গ রূপ পাবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নেয় কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। এতে অংশ নেন বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সময়।