News update
  • UNOC Spurs Global Drive to Boost Ocean Protection, Funding     |     
  • UN Debates Rsing Cvilian Toll Amid Global Conflicts     |     
  • Lifesaving Gaza Aid Resumes After 11-Week Blockade     |     
  • UN Reform: A Vital Process, Not a Funding Crisis Reaction     |     
  • USAID Cuts Leave Millions at Risk of Hunger and Disease     |     

রাতেও কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-22, 7:06am

img_20250522_070512-7f9d4277a00eef2265ed05578017894c1747876005.jpg




ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাতেও রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২১ মে) দিবাগত মধ্যরাতে কাকরাইল মোড়ে গিয়ে এ চিত্র দেখা গেছে। এই বিক্ষোভ ঘিরে এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বলেন, সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ করা উচিত।  

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমাদের দাবি হচ্ছে, উপদেষ্টাদের মধ্যে যারা দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে তারা তাদের দলে গিয়ে রাজনীতি করুক, সংগঠন করুক, তাদেরকে স্বাগতম, কোনো সমস্যা নাই। 

একজন উপদেষ্টার বিষয়ে অভিযোগ তুলে ইশরাক হোসেন বলেন, আদালত থেকে আমরা রায় পাওয়ার পর একজন উপদেষ্টা রায় দেওয়া বিচারককে ফোন করে একধরনের হুমকি প্রদান করে। যেহেতু অফিশিয়াল প্রমাণ নাই, তাই এত দিন বিষয়টি সবাইকে বলি নাই। এরপর নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি যাতে শপথ নিতে না পারি, তাতে তারা হস্তক্ষেপ করেন। এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আরটিভি