News update
  • EU’s Ocean Leadership Faces Test as Treaty Clock Ticks     |     
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     
  • No escape, death follows families in Gaza wherever they go     |     
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     

দেশব্যাপী খুন, ধর্ষনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ

রাজনীতি 2025-03-20, 11:27pm

human-chain-in-kalapara-on-thursday-to-protests-killings-and-rape-across-the-country-11df8e8b291d47f9bbf1c6323f928db81742491633.jpg

Human chain in Kalapara on Thursday to protests killings and rape across the country



পটুয়াখালী প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষন, নিপীড়ন ও দ্রব্যমূল্যের দাম কমানো সহ বিভিন্ন দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়ার তিন সামাজিক সংগঠন মানিকমালা খেলাঘর আসর, কলাপাড়া মহিলা ক্লাব ও নাগরিক উদ্যোগের আয়োজনে ২০ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ কর্মসূচী পালন করা হয়।

কলাপাড়া মহিলা ক্লাবের সাবেক সভানেত্রী শিক্ষিকা নমিতা দত্ত'র সভাপতিত্বে এবং কমরেড নাসির তালুকদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিক মেলা খেলাঘর আসর সভাপতি, সাবেক কাউন্সিলর মিসেস মনোয়ারা বেগম,  সমাজ সেবক হেমায়েত উদ্দিন লিটন,  মহিলা ক্লাব সদস্য মোসা, মরিয়ম বেগম পাখি, অবসর প্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ। রমজান মাস আসলেই এ দেশে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়।  এছাড়াও দেশে বর্তমানে খুন, ধর্ষন, চুরি, ডাকাতি চরম আকার ধারণ করেছে। মানুষের কোথাও কোন নিরাপত্তা নাই। সব যায়গায় চলছে চাঁদাবাজি। অচিরেই এসব অনিয়ম বন্ধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার জোর অনুরোধ জানান তারা। তাছাড়াও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করারও জোর দাবী জানান বক্তারা। - গোফরান পলাশ