News update
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত

রাজনীতি 2024-07-16, 9:23pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411720363733-ea6a4419a5d68c95fb514089b3da1c9d1721143414.jpg

Zainul His, general secretary , Biplane Workers Party.



শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো প্রধানমন্ত্রী তাদেরকে উত্তেজিত করে তুলেছেন।ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য তাঁর শপথভংগেরও সামিল।

প্রধানমন্ত্রীর অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার করে নেবার আহবান। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যকে 'অনভিপ্রেত ও প্রধানমন্ত্রীর দায়িত্বের সাথে সংগতিপূর্ণ নয়' বলে মন্তব্য করেছেন। কোটা সংস্কারের ন্যায্য গণতান্ত্রিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে আখ্যায়িত করে তিনি শিক্ষার্থী ও তাদের পরিবারসমূহকেও অসম্মান করেছেন। সরকারের প্রধান নির্বাহী হিসাবে শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো তাদেরকে উত্তেজিত করে তুলেছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পর্কে ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য তাঁর শপথ ভংগেরও সামিল। কারণ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সহকর্মীরা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন। 

তিনি প্রধানমন্ত্রী প্রদত্ত গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নেবার আহবান জানিয়েছেন। 

একই সাথে তিনি কোটা সংস্কারের ন্যায্য দাবি নীতিগতভাবে মেনে নিয়ে তা বাস্তবায়নে বিশ্বাসযোগ্য উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান। এব্যাপার হাইকোর্ট প্রদত্ত রায়েও বলা হয়েছে যে, নির্বাহী বিভাগ চাইলে কোটা ব্যবস্থায় তারা পরিবর্তন - পরিবর্ধন  করতে পারবে।

বিবৃতিতে তিনি নিপীড়ন - নির্যাতনের পথে শিক্ষার্থীদের এই জনপ্রিয় আন্দোলন দমনের যে কোন তৎপরতা থেকে সরে আসতে সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি