News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কলাপাড়ায় নাগরিকদের ভোগান্তি নিরসনে মোটরসাইকেল পার্কিং জোন

যোগাযোগ 2025-05-08, 11:48pm

kalapara-motorcycle-parking-zone-opens-34c78b183807f15d2035be8edd12be9e1746726494.jpg

Kalapara motorcycle parking zone opens.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া দীর্ঘদিন পৌর শহরের যত্রতত্র মটরসাইকেল পার্কিংয়ের কারনে অতিষ্ট হয়ে উঠেছিল সাধারন মানুষ সহ ব্যবসায়ীরা। এছাড়া এসব মটরসাইকেলের কারনে প্রায়শ: সৃষ্টি হতো যানযটের। তাই পৌর শহরের নাগরিকদের ভোগান্তি নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

এবার নাগরিকদের ভোগান্তি লাঘবে মটরসাইকেলের জন্য তৈরী করা হয়েছে পার্কিং জোন। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরান হাসপাতালের সামনে পার্কিং জোনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা এবং উপজেলা বাউল সংঘের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোটরসাইকেল পার্কিং জোনটি পরিচালনা করবে কলাপাড়া মুক্তিযুদ্ধ সংসদ কলাপাড়া বাউল সংঘ। দিনভর প্রতি হোন্ডা রাখা হবে ১০ টাকায়। - গোফরান পলাশ