News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-04-02, 11:31pm

rfertwrtw-f5ed9ed498adb7c7fc347db0b0b13a881743615069.jpg




যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণে বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করা হয়। চলতি বছর বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। যা গত বছরের চেয়ে ২৪৭ জন বেশি।

তালিকা অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তথ্য তুলে ধরা হলো। একই সঙ্গে তারা এখন কত সম্পদের মালিক, তা–ও উল্লেখ করা হলো।

 ১. ইলন মাস্ক

এখন বিশ্বের শীর্ষ ধনী। মার্কিন ধনকুবের মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তাঁর সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার।

২. মার্ক জাকারবার্গ 

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। তিনি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। মার্কিন ধনকুবের জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানি মেটার সিইও। তার সম্পদের পরিমাণ ২১৬ বিলিয়ন মার্কিন ডলার।

৩. জেফ বেজোস

বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। মার্কিন ধনকুবের বেজোস পৃথিবীর সর্ববৃহৎ ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ২১৫ বিলিয়ন মার্কিন ডলার।

৪. ল্যারি এলিসন

দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি এলিসন। মার্কিন ধনকুবের ল্যারি ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ১৯২ বিলিয়ন মার্কিন ডলার।

 ৫. বার্নার্ড আর্নল্ট

বার্নার্ড আরনল্ট ফরাসি ধনকুবের। তিনি ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের সিইও। তার সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

 ৬. ওয়ারেন বাফেট

ওয়ারেন বাফেট মার্কিন ধনকুবের। তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান। তার সম্পদের পরিমাণ ১৫৪ বিলিয়ন মার্কিন ডলার।

৭. ল্যারি পেজ

মার্কিন ধনকুবের ল্যারি পেজ। তিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা। তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তার সম্পদের পরিমাণ ১৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

৮. সের্গেই ব্রিন

মার্কিন ধনকুবের সের্গেই ব্রিন। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা। তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তার সম্পদের পরিমাণ ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

৯. আমানসিও ওরতেগা

আমানসিও ওরতেগা স্প্যানিশ ধনকুবের। তিনি ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।

১০. স্টিভ বলমার

স্টিভ বলমার মার্কিন ধনকুবের। তিনি মাইক্রোসফটের সাবেক সিইও। তিনি বলমার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। বলমার পেশাদার লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলের মালিক। তার সম্পদের পরিমাণ ১১৮ বিলিয়ন মার্কিন ডলার।আরটিভি