News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

ফিলিস্তিনি ১৪ আলোকচিত্রীর ছবিতে মানবতার সংকট, ন্যায়বিচারের জন্য আর্তনাদ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-12-07, 8:36am

img_20241207_083502-fef90b6ed3c460af2cb1674536b7d2b11733538987.jpg




জাতিসংঘ আয়োজনে ফিলিস্তিনির গাজায় ১৪ জন আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এক অনলাইন চিত্রপ্রদর্শনীতে এ অঞ্চলের ভয়াবহ মানবিক সঙ্কট উঠে এসেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, এই অনলাইন চিত্রপ্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘গাজা-ফিলিস্তিন: মানবতার সংকট, ন্যায়বিচারের জন্য আর্তনাদ।’

প্রদর্শনীর অনলাইন ব্রোশিওরে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এই অসামান্য ছবিগুলো তোলা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলার পর গাজায় প্রতিশোধমূলক হামলায় বড় আকারে মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল, যা এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এগুলোর সমন্বয়ে যে গল্প-কথা তুলে ধরেছেন আলোকচিত্রীরা, তা গাজার অত্যন্ত মর্মান্তিক বাস্তবতা ও ফিলিস্তিনি মানুষের নিদারুণ দু:খ দুর্দশার একটি খণ্ডচিত্র মাত্র।

ব্রোশিওরে আরও বলা হয়, তাদের গল্পগুলো একটি মর্মান্তিক ও বিপর্যয়কর বছর পেরিয়ে টিকে থাকার সাক্ষ্য দেয়, যা সামগ্রিকভাবে আমাদের বিবেককে চিরজীবনের জন্য কলঙ্কিত করেছে। এই ছবিগুলো ন্যায়বিচার ও মানবতার জয়ের প্রত্যাশার এক বড় প্রমাণ বলেও ব্রোশিওরে উল্লেখ করা হয়।