News update
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     

বিলিয়নেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় মুম্বাই

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-03-29, 9:13am

images-30-08e24c6efc2d29dc8ce0ab49d53e97ad1711682127.jpeg




বিলিয়নেয়ারের সংখ্যায় বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই। এ তালিকায় শীর্ষে রইয়েছে নিউইয়র্ক, যেখানে বিলিয়নেয়ারের সংখ্যা ১১৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন। এই শহরে বিলিয়নেয়ারের সংখ্যা ৯৭ জন।

বিলিয়নেয়ারের সংখ্যার দিক দিয়ে চীনের রাজধানী বেইজিংকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই। গবেষণা সংস্থা হুরুন ‘গ্লোবাল রিচ লিস্ট ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হুরুনের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বিলিয়নেয়ারের সংখ্যা ৯২ জন। আর বেইজিংয়ে ৯১ জন। এক বছরে মুম্বাইয়ে বিলিয়নেয়ার যুক্ত হয়েছে ২৬ জন। বেইজিংয়ে বিলিয়নেয়ার কমেছে ১৮ জন। খবর টাইমস অফ ইন্ডিয়া

হুরুনের প্রকাশিত প্রতিবেদনে, মোট ৩ হাজার ২৭৯ জন বিলিয়নেয়ারের তথ্য উঠে এসেছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছেন ১৬৭ জন। ৮১৪ জন বিলিয়নেয়ার নিয়ে বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে চীন। একই সময়ে দেশটিতে ১৫৫ জন বিলিয়নেয়ার তালিকা থেকে ছিটকে পড়েছেন। অন্যদিকে ভারতে নতুন করে যুক্ত হয়েছেন ১০০ জন বিলিয়নেয়ার।

হুরুনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। বিলিয়নেয়ারের সংখ্যায় ভারতে এ ঊর্ধ্বগতি দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থার প্রতিফলন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর মধ্যে ক্রমবর্ধমান সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হচ্ছে মুম্বাইকে।

বিলিয়নেয়ার বসবাস করে এমন ১০ শীর্ষ শহরের তালিকায় যুক্ত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বরাবরের মতো শীর্ষ ধনীর তালিকায় প্রথমে রয়েছেন ইলোন মাস্ক। দশম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ১৫তম স্থানে উঠেছেন গৌতম আদানি।

বিলিয়নেয়ার সমৃদ্ধ ১০টি শহরের মধ্যে রয়েছে নিউইয়র্ক, লন্ডন, মুম্বাই, বেইজিং, সাংহাই, শেনজেন, হংকং, মস্কো, নয়াদিল্লি ও সান ফ্রান্সিসকো। তথ্য সূত্র আরটিভি নিউজ।