
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের অনেক দেশেই কোটি কোটি, কিন্তু সব সময় ব্যবহারকারীর আচরণ বা কার্যক্রমের কারণে প্ল্যাটফর্মটি তাদের অ্যাকাউন্ট বন্ধ বা ডিলিট করার সিদ্ধান্ত নিতে পারে। মেটা, ফেসবুকের স্বত্তাধিকারী প্রতিষ্ঠান, ব্যবহারকারীদের নিরাপত্তা, কমিউনিটি নীতি ও আইনি বাধ্যবাধকতা মেনে এমন ব্যবস্থা নেয়।
ফেসবুক অ্যাকাউন্ট সরানো বা ডিলিট করার অন্যতম কারণ হলো প্ল্যাটফর্মের নিয়ম ও শর্তাবলীর লঙ্ঘন। উদাহরণস্বরূপ, ঘৃণামূলক বক্তব্য, হিংসা ছড়ানো, মিথ্যা তথ্য প্রচার, বা অন্য ব্যবহারকারীদের ওপর হুমকি দেওয়ার মতো কার্যক্রম করলে মেটা সরাসরি অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ডিলিট করতে পারে।
অপর একটি কারণ হলো নিরাপত্তা সংক্রান্ত। যদি কোনও অ্যাকাউন্ট হ্যাক বা কম্প্রোমাইজড বলে সন্দেহ করা হয়, তাহলে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য তা সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হয়। এছাড়া, নকল বা ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত হলে মেটা তা দ্রুত সরিয়ে দেয় যাতে সিস্টেমে কোনো ধরণের প্রতারণা বা ভুল তথ্য ছড়াতে না পারে।
আইনি কারণে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রও আছে। স্থানীয় আইন বা আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো ব্যবহারকারী ফেসবুকের মাধ্যমে অবৈধ কাজ বা নিষিদ্ধ কার্যকলাপে জড়িত হয়, তখন মেটা তাদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার সিদ্ধান্ত নিতে পারে।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য পরামর্শ হলো নিয়মিত কমিউনিটি গাইডলাইন পড়া, নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্ল্যাটফর্মের নীতি মেনে চলা। এই সতর্কতা মেনে চললে অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।