News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-21, 2:14pm

retertwerwe-53c3d7b0fd6638109c5fc6f179678b051766304871.jpg




দেশে চলমান বিশৃঙ্খলা ও গণমাধ্যমের ওপর আক্রমণের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও শক্ত হতে হবে। রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, টার্গেট করা সত্ত্বেও কেন আগে থেকে সাবধানতা অবলম্বন করা হলো না? মবোক্রেসি কেন হচ্ছে? আসলে এগুলো সরকারের দুর্বলতা।

তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশে এমন মবোক্রেসি আর দেখতে চান না এবং প্রশাসনকে এটি কঠোর হস্তে দমনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব ও দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে আপসহীন থাকতে হবে। তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের ভিত্তি যেন আরও মজবুত হয়, সে লক্ষ্যে তিনি গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সুবিধার জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতেই সবার সহযোগিতা চায়। 

তিনি আরও বলেন, আমরা অতীত ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে চাই, তবে ফ্যাসিবাদের দুঃসহ আমলকে সবসময় স্মরণে রাখতে চাই যাতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।