National Science Fair and Science Olympiad began at Kalapara on Thursday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দুই দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, উপজেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার স্টলগুলোতে উপজেলার কলেজ এবং মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।
জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড পরিচালনা কমিটির সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান জানান, বিজ্ঞান শিক্ষাকে ত্বরান্বিত করার লক্ষে উপজেলার বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, আগামীকাল সকাল ১০টায় বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। - গোফরান পলাশ