News update
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যা জানালো বিজিএমইএ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-03-25, 8:52pm

435435345fw-a7f51f8da54bb42632cdedf2bb1f39811742914345.jpg




দেশের ৯০ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯০.১৮ ভাগ কারখানায়। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ হয়েছে ৯৮.৮৬ ভাগ কারখানায়।

এছাড়া মার্চ মাসের ১৫/৩০ দিনের বেতন ৯.৪৪ ভাগ কারখানায় দেয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিএমইএ।

 সংগঠনটি আরও জানায়, আজ ঢাকা ও চট্রগ্রাম বিজিএমইএভুক্ত ২১০৭ টি কারখানা চালু রয়েছে। ১৩/১ ধারায় বন্ধ রয়েছে ৩টি কারখানা। সময় সংবাদ