
ফুটবল মাঠে পায়ের জাদুতে বারবার লিওনেল মেসি কিংবা নেইমারের স্মৃতি জাগান বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। এবার সেই তুলনাকে পরিসংখ্যানেও বাস্তব রূপ দিলেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ামাল।
এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের রেকর্ডটি এখনো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দখলে। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে তিনি করেছিলেন ৩৩৫টি সফল ড্রিবলিং। সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ইয়ামাল। ২০২৫ সালে এখন পর্যন্ত ৩০৭ বার সফল ড্রিবলিং করে তালিকার দ্বিতীয় স্থান নিজের করে নিয়েছেন বার্সেলোনার নতুন ‘নাম্বার টেন’।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকার সেরা দশে লিওনেল মেসির নাম রয়েছে পাঁচবার। তবে একক ক্যালেন্ডার বছরে সফল ড্রিবলিংয়ের সংখ্যার বিচারে ইয়ামাল এবার মেসিকেও ছাড়িয়ে গেলেন।
চলতি মৌসুমে মাঝপথে চোট এবং মাঠের বাইরের কিছু বিতর্ক ইয়ামালের গতি কিছুটা কমিয়ে দিয়েছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে বার্সেলোনার ২-১ ব্যবধানে হারের ম্যাচেও তাকে নিষ্প্রভ দেখা যায়। তবে দ্রুতই ছন্দে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ ফরোয়ার্ড।
বর্তমানে গোল ও অ্যাসিস্টের পাশাপাশি বল নিয়ে তার নিখুঁত কারিকুরি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় আতঙ্কে পরিণত হয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি ১০টি গোলে সরাসরি সহায়তা করেছেন ইয়ামাল।
লা লিগাতেও অ্যাসিস্ট তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি গোল। পরিসংখ্যান ও পারফরম্যান্স দুই দিক থেকেই বার্সেলোনার আক্রমণের প্রধান ভরসায় পরিণত হয়েছেন লামিনে ইয়ামাল।