News update
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     

ফিফা ক্লাব বিশ্বকাপ: পিএসজিকে মাটিতে নামিয়ে শিরোপা জিতল চেলসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-14, 7:32am

4ad0e20f02d443d56f96c07be263d5e2d58ea33eaa4cc64b-d81783fedfa6edf056147a70631f27ab1752456772.jpg




যেই পিএসজি রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখদের মতো ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছিল, তাদেরই মাটিতে নামাল চেলসি। রোববার (১৩ জুলাই) মধ্যরাতে ফর্মের তুঙ্গে থাকা পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি।

পুরো ম্যাচে শুধু বল দখলেই এগিয়ে ছিল পিএসজি। আক্রমণ, বিল্ড আপ, গোলের সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল চেলসি। তার ফলও পায় তারা ম্যাচের ২২ মিনিটেই। ডি-বক্সের ভেতর থেকে গুসতোর পাস পেয়ে বল জালে পাঠান কোল পালমার।

তার আট মিনিট পর আবারও পালমারের গোল। তবে এবার অ্যাসিস্ট করেছেন কলউইল। দুই গোলে পিছিয়ে পড়ার পর এলোমেলো খেলা শুরু করে পিএসজি। তার সুযোগ নেয় চেলসি। ৪৩তম মিনিটে তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো। চেলসির যোগ দেয়ার পর এটি তার তৃতীয় গোল।

প্রথম হাফে পিএসজি কোনো সুযোগ তৈরি করতে না পারলেও, দ্বিতীয় হাফের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে। তবে চেলসির ডিফেন্স ভাঙতে পারছিল না দেম্বেলে-দুয়েরা। ম্যাচ যখন প্রায় নিশ্চিত পিএসজির হাতছাড়া হয়ে গেছে, তখন দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়ে ফেলে।

৮৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার কুকুরেলার চুল টেনে ধরায় লাল কার্ড দেখেন পিএসজির পর্তুগিজ তারকা জোয়াও নেভেস। ৮৭তম মিনিটে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন উসমান দেম্বেলে। শেষ পর্যন্ত সেই তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। মেজাজ হারিয়ে পিএসজির কোচ লুইস এনরিকেও জড়িয়ে যান।

এদিকে পুরো পারফেক্ট মৌসুম কাটানো হলো না পিএসজির। ট্রেবল জেতার পর এবারের ক্লাব বিশ্বকাপেও তারা ছিল হট ফেবারিট। ফাইনালেও উঠেছিল ফরাসি ক্লাবটি। তবে শিরোপা জেতা হলো না তাদের। অপরদিকে, কনফারেন্স লিগ শিরোপা জেতা চেলসির মৌসুমটা শেষ হলো আরও একটি শিরোপা জিতে। এনিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল তারা। ২০২১ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা।