ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল চেলসি ও পালমেইরাস। যেখানে সমানে সমানে লড়াই করেছে দুই দল। কিন্তু শেষের নাটকীয়তায় সেমিফাইনালের টিকিট পেয়েছে চেলসি, আর বিদায় নিশ্চিত হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের।
শনিবার (৫ জুলাই) সকালে ফিলাডেলফিয়ায় পালমেইরাসকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।
এদিন ম্যাচের ১৬ মিনিটেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে এগিয়ে দেন কোল পালমার। ট্রেভো চ্যালোবার কাছ থেকে বল পেয়ে লেগে থাকা ডিফেন্ডারদের কোনো সুযোগ না দিয়ে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ তারকা। এগিয়ে গিয়ে দাপট ধরে রাখলেও বিরতির আগে আর কোনো গোল পায়নি চেলসি।
বিরতির পর চেলসিকে চমকে দিয়ে পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেভাও। ৫৩ মিনিটে বক্সের ভেতর থেকে অসাধারণ এক শটে গোল করেন আগামী মৌসুমে চেলসিতেই খেলতে যাওয়া এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সমতায় ফিরে চেলসির একের পর এক আক্রমণ ঠেকিয়েছে পালমেইরাস।
তবে ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে পালমেইরাসের সর্বনাশ ডেকে আনেন অগাস্তিন গিয়াই। মালো গুস্তোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান গিয়াই। এই গোলই শেষ পর্যন্ত পালমেইরাসের হতাশার কারণ হয়েছে এবং চেলসিকে নিয়ে গেছে ফাইনালের দুয়ারে।
এর আগে ২০২২ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও পালমেইরাস। সেই ম্যাচেও চেলসি জিতেছিল ২-১ গোলে। আজ সেই একই ফলেরই পুনরাবৃত্তি হলো।