News update
  • Bangladesh Gets Record $32.8bn Remittance in 2025 Year     |     
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     

কোচ ছোটনকেই কৃতিত্ব দিলেন সাবিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-09-16, 7:58pm




এবারের সাফ ওমেন চ্যাম্পিয়নশীপটা ক্রমেই সাবিনাময় হয়ে উঠেছে। এ পর্যন্ত আসরের সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহন করা বাংলাদেশ দলের অধিনায়ক স্ট্রাইকার সাবিনা খাতুন। এই মুহুর্তে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতার আসনটি দখল করে রেখেছেন। আজ টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে ভুটনের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এটি ছিল টুর্নামেন্ট তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন সাবিনা। সর্বোপরি এ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২টি গোল করেছেন সাবিনা। অবশ্য তার এবং দলের এমন অসাধারণ সফলতার নেপথ্যে রয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন।

এমন দুর্দান্ত পারফর্মেন্সে প্রতিনিয়তই প্রশংসায় ভাসছেন সাবিনা। নিজের এমন অসাধারণ পারফর্মেন্সের নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন করা হলে সাবিনা  বলেন,‘ সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আরও ভাল দেওয়ার চেষ্টা করবো ফাইনালে। স্যারের সঙ্গে (ছোটন) আমাদের পরিকল্পনাটা হয় দুর্দান্ত। তিনি যেভাবে পরিকল্পনা করেন সেভাবে খেলার চেষ্টা করেছি।’

আজ নেপালের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানের বিপক্ষে ৮-০ গোলে জয়ের পর ম্যাচ সেরা এই ফুটবলার বলেন,‘ বড় ব্যবধানে ম্যাচ জয় করতে পেরে ভালো লাগছে।’

বাংলাদেশ অধিনায়ক  বলেন,‘ স্যার সব সময় আমাদের সঙ্গেই থাকেন। আসলে তিনিই আমাদের বড় প্রাপ্তি। আমরা জানি পরিশ্রমের ফসল সবাই পায়। অবশ্যই এটা স্যারের ক্রেডিট (কৃতিত্ব)। স্যারের মতো একজন শিক্ষক পেয়েছি বলেই মেয়েরা এত উজ্জীবিত।’

ব্যক্তিগত প্রসঙ্গে সাবিনা বলেন,‘ আমি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার চেস্টা করবো। ভুটান গোল হজম করলেও দারুন খেলেছে। বাংলাদেশের মহিলা ফুটবলও যে উন্নতি করেছে তার চিত্রটা আপনারাই দেখছেন।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।