News update
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     
  • Trump’s Nuclear Test Directive Sparks Global Alarm     |     

লিবিয়া থেকে দেশে ফিরল আরো ৩১০ বাংলাদেশি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-31, 5:27pm

ewrewrwer-ce786a34632e051a25f80d04c67389221761910049.jpg




অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরো ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকারের সহায়তায় দেশে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই প্রত্যাবাসিতদের মধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার হওয়ার পর দেশে ফিরেছেন। তবে, ফিরে আসাদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন।

দূতাবাস জানিয়েছে, চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহর থেকে ২১১ জন ও ত্রিপলি থেকে ৯৯ জন অভিবাসী দেশে ফিরেন। এ নিয়ে একই প্রক্রিয়ায় চলতি মাসে মোট তিনটি ফ্লাইটে ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গত দুই বছরে দেশটি থেকে ৭ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন এবং দূতাবাস তাদেরও দ্রুত দেশে পাঠাতে কাজ করছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান।

তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা এবং স্থানীয় পর্যায়ে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি অনুরোধ জানান।