News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে পুলিশের অভিযান, বাংলাদেশিসহ আটক ৮

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-06-17, 5:45am

24d69f7bf58d45d5b11f84a76c89226a692713dd7c298475-6fc0ce03366430f70cfe42e97d108fec1750117500.jpg




মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কয়েকটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকসহ ৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। কুয়ালালামপুর পুলিশ প্রধান রুসদি মোহাম্মদ ইসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ প্রধান জানান, গত রোববার (১৫ জুন) ভোরে ছয়টি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

তিনি আরও জানান, বিনোদন কেন্দ্রগুলো প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত খোলা থাকে। অনেক নারী এখানে কাজ করেন। যাদের বেশিরভাগই বাংলাদেশি, নেপালি ও ভারতীয়। তবে বিনোদন কেন্দ্রগুলোতে বিদেশি নৃত্যশিল্পী নিয়োগ এবং নথিপত্রবিহীন ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেয়া হত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, দুটি বিনোদন কেন্দ্রে বিদেশি কর্মীদের নৃত্যশিল্পী ও পরিচারিকা হিসেবে কাজ করানো হচ্ছিল যাদের বৈধ কাজের অনুমতিপত্র ছিল না। এই কেন্দ্রগুলো অনৈতিক কার্যকলাপেও জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এই কর্মকর্তার তথ্য মতে, অভিযানে সব মিলিয়ে ৮০ জনেরও বেশি ব্যক্তির কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বেশ কয়েকজন বিদেশি নারীকে জিজ্ঞাসাবাদ করা হয় যারা নৃত্যশিল্পী হিসেবে কাজ করছিলেন। এর মধ্যে ৮ জনকে আটক করা হয়। 

আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য ডাং ওয়াংগি জেলা পুলিশ সদর দফতরে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ও অভিবাসন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।