News update
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     
  • New harvest, no festival: Lalmonirhat's ‘Nabanna’ spirit fades?     |     

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে গণহত্যা দিবস পালন

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-03-28, 9:05am

resize-350x230x0x0-image-217495-1679942055-e930251ba8eb6336443a2640abfcea471679972703.jpg




কাতারে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৫ মার্চ) রাতে কাতারের দোহায় দিবসটি পালনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্য, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৫ মার্চের গণহত্যার শিকার সব শহিদদের জন্য মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর গণহত্যা দিবসের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম গণহত্যার শিকার সব শহিদ ও জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করার আহবান জানান। তথ্য সূত্র আরটিভি নিউজ।