News update
  • No scope to protect investors’ interests in merging five banks: BB     |     
  • Experts see Tarique's political future on optimistic note     |     
  • UN Chief Urges Leaders to Curb Warming, Protect Planet     |     
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2024-11-04, 8:43am

img_20241104_084202-ff2c5693bb466d39e59d9149e01666b01730688223.jpg




গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করে যৌথ বাহিনী।

সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযানে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আরটিভি