News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্থান পরিদর্শন

পর্যটন 2025-04-18, 11:24pm

1520-db1915052d15f7815c8b88e879465a1e1744997057.jpg

Ambassadors of European Union countries on Friday visited tourist spots in Bandarban. PID Photo



বান্দরবান, ১৮ এপ্রিল: পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Michael Miller-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ বান্দরবান পর্বত্য জেলার বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করেন।

প্রতিনিধিদল বান্দরবানের নীলাচলে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা'র সাথে এক সাক্ষাতেও মিলিত হন। পার্বত্য চট্টগ্রামের অপার সৌন্দর্যের বিষয়ে উপদেষ্টা তাঁদের ধারণা দেন এবং পর্যটন স্থান নীলাচল ও মেঘলা দেখান। প্রতিনিধিদের মধ্যে ক্যাটেরিনা মিলার (Katarina Miller), ইতালিয়ান নাগরিক আন্তেনিও আলেসান্দ্রো (Antonio Alessandro) ও পাওলা বেনিফিওর (Paola Belfore) এবং ডাচ আইনজীবী এন্ড্রে কার্স্টেন্স (Andre Carstens) উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানসামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব কঙ্কন চাকমা, বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-সহ বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে পাঁচ দিনের সরকারি সফরে গতকাল বান্দরবান এসে পৌঁছান। - তথ্যবিবরণী