News update
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     
  • PKSF, BARC join hands to boost agricultural research and growth     |     
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     

আমি আপনাদেরই সন্তান, বগুড়ায় তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-30, 6:12pm

retretert-a23595b4e384ec420d65cb01560b43bc1769775129.jpg




বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে ততবার উন্নয়ন করেছে। আগামী ১২ তারিখে নির্বাচন, সারাদেশের মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাটি। আপনারা প্রমাণ করে দেখাবেন বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। আমি আপনাদেরই সন্তান বহু বছর পরে মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রাকালে মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য কাল এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যানের আগমনের সংবাদে জুম্মার নামাজের আগে থেকেই স্থানীয় হাজার হাজার নেতাকর্মী আর উৎসুক জনতার আগমনে লোকে লোকারণ্য হয়ে যায়।

বন্দর এলাকাসহ মহাসড়কের দু'ধারে নারী-পুরুষ অপেক্ষা করতে যায়। তারেক রহমানও তার গাড়ি বহর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

বগুড়া-২ আসনের এমপি প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে সাথে নিয়ে এর আগে তিনি মহাস্থানগড়ে আরেকটি পথসভায় দাঁড়িয়ে হযরত শাহ্ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এছাড়াও তারেক রহমান শিবগঞ্জ এলাকার মহাস্থানগড় থেকে বগুড়ার সীমান্তপথ রহবল পর্যন্ত যাবার পথে মীর শাহে আলমের সমর্থক ও জনসাধারণ দাড়িয়ে যান।