News update
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     

পটুয়াখালীতে তাপদাহ থেকে মুক্তি পেতে ইস্তিস্কার নামাজ আদায়

ধর্মবিশ্বাস 2024-04-26, 12:18am

namaz-e-istisqua-offered-in-patuakhali-for-rainfall-on-thursday-78ac0c5d57c07a29531856b1d259b8641714069114.jpg

Namaz-e-Istisqua offered in Patuakhali for rainfall on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীতে গত ১৫ দিন ধরে মাঝারী থেকে তীব্র তাপদাহে জনজীবন প্রাণিকূল হাঁস ফাঁস করছে। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলী ক্ষেত ফল ফুলের গাছপালা। 

তাপদাহ থেকে মুক্তি উপকারী বৃষ্টি চেয়ে আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পৌরশহরের ঝাউবাগান এভিনিউতে ইস্তেস্কার নামাজ আদায় দোয়া মোনাজাত করেছেন ওলামা মাশায়েখ ধর্মপ্রান মুসলমানরা। খতিব ছিলেন মাওলানা মুতাসিম বিল্লাহ জুনায়েদ। 

গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রার আধিক্য দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জেলা হাসপাতালগুলোতে ক্রমশ ভিড় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের। হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা সহ লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। - গোফরান পলাশ