News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

লিভার ভালো রাখতে প্রতিদিন যে তিনটি ফল খাবেন

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-10-13, 10:57am

rtyretre-eea54c154777a1f23e55399e398318bc1760331466.jpg




আকারে ছোট হলেও লিভার বা যকৃৎ শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ, প্রোটিন তৈরি, বিষাক্ত পদার্থ দূর করা, হজমে সহায়তা ও প্রয়োজনীয় ভিটামিন জমা রাখার কাজ করে এই অঙ্গটি। লিভারের সমস্যা অবহেলা করলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

তবে যেমন অস্বাস্থ্যকর খাবার লিভারের ক্ষতি করে, তেমনি কিছু স্বাস্থ্যকর ফল নিয়মিত খেলে লিভারকে সুস্থ রাখা সম্ভব।

ফ্লোরিডার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক ডা. জোসেফ সালহাব জানিয়েছেন, কিছু নির্দিষ্ট ফল নিয়মিত খেলে লিভারের কর্মক্ষমতা বজায় থাকে এবং এর ক্ষয়রোগ প্রতিরোধ করা যায়।

চলুন জেনে নেওয়া যাক, কোন তিনটি ফল লিভারের জন্য সবচেয়ে উপকারী: 

১. তরমুজ ও পাতিলেবুর রস

তরমুজে থাকা সিট্রুলাইন উপাদান শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়তা করে, যা রক্ত সঞ্চালন বাড়ায়। অন্যদিকে, পাতিলেবুতে থাকা ভিটামিন সি লিভারের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। দুটি একসঙ্গে খেলে লিভারের রক্ত সঞ্চালন উন্নত হয় এবং লিভার থাকে সক্রিয়।

২. বেদানা

বেদানা ভিটামিন, খনিজ ও পলিফেনলস-এ সমৃদ্ধ একটি ফল। গবেষণায় দেখা গেছে, এই উপাদান লিভারের প্রদাহ কমায় এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। ফলে লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক থাকে।

৩. আপেল ও দারচিনি

আপেলে থাকা ফাইবার লিভারকে বিষাক্ত উপাদান থেকে রক্ষা করে। অন্যদিকে, দারচিনি রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং চর্বির ভারসাম্য বজায় রাখে। একসঙ্গে আপেল ও দারচিনি খেলে ফ্যাটি লিভারের ঝুঁকি অনেকটা কমে যায়।

এছাড়া বিট ও বেরি জাতীয় ফল লিভারের জন্য উপকারী। তবে মনে রাখতে হবে কোনো ফলই অতিরিক্ত খাওয়া ঠিক নয়; বরং নিয়মিত ও পরিমিত পরিমাণে ফল খেলে লিভার থাকবে সুস্থ ও সবল।আরটিভি