News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

ডিমের দাম কমলেও মুরগির বাজার চড়া

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-05-30, 11:17am

54t45435-a6cb056f282feabf8990c71bfedd85d31748582256.jpg




রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে ডজন প্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত।

শুক্রবার (৩০ মে) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

গত সপ্তাহের তুলনায় বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে কমেছে মুরগির সরবরাহ। এতে বেড়েছে দাম।

রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা স্বাধীন বলেন, বৃষ্টির কারণে বাজারে মুরগি আসতে পারেনি পর্যাপ্ত। এতে কাপ্তানবাজারেই মুরগির দাম বেড়েছে। ফলে প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

আরেক ব্যবসায়ী দিদার বলেন, সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়বে। 

বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকায়। এছাড়া লেয়ার মুরগি কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে ৩০০-৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকায়।

বাজারে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।

 এদিকে দাম কমেছে ডিমের। লাল ডিম প্রতি ডজনে ১০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। আর সাদা ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা ডজন।  আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে এলাকার বাজারগুলোতে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। এলাকাভেদে ডজন প্রতি গুনতে হচ্ছে ১৩৫-১৪০ টাকা পর্যন্ত।