News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

আলুর কেজি ৪৫ টাকা!

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-11-15, 7:26am

0558183549f6b52fe756cc59f3a4307473c43402b2e624ac-aaaea21ddc41820590fcf3c539ee7c3b1731634000.jpg




রংপুরে সাধারণ ভোক্তাদের মাঝে ৪৫ টাকা কেজি দরে সুলভমূল‍্যে আলু বিক্রি করছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ডিসির মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল।

এসময় সাধারণ ভোক্তাদের মাঝে সুলভমূল‍্যে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়। আর এসব আলু বাজারের চেয়ে কম দামে কিনতে পেরে খুশি সাধারণ ভোক্তারা।

আলু কিনতে আসা রংপুরের মুলাটোল এলাকার বাসিন্দা শম্পা ইসলাম বলেন, ‘এটা নিম্ন ও মধ‍্যবিত্ত পরিবারের জন‍্য অনেক স্বস্তির বিষয়। বাজারে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। বাজারের থেকে এখানে ২০ থেকে ২৫ টাকা কমে আলু পাওয়া যাবে। নির্দিষ্ট এই স্থান বাদে আরও কয়েকটি স্পটে আলু বিক্রি করলে সবার জন‍্য সুবিধা হবে।’

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুরের উপপরিচালক আফসানা পারভীন বলেন, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমাদের বাজার অভিযান যেমন চলমান রয়েছে। একই সঙ্গে বাজারে যেহেতু আলুর দাম উর্ধ্বগতি সেহেতু আমরা উদ্যোগ নিয়েছি, কীভাবে সুলভমূল‍্যে আলু বিক্রি করে বাজারে প্রতিযোগিতা দাঁড় করানো যায়। একই সঙ্গে আমাদের অভিযান কার্যক্রম এটাও চলমান আছে। এখানে শুধুমাত্র সাধারণ ভোক্তা সর্বোচ্চ ৩ কেজি আলু কিনতে পারবেন এবং সুলভমূল‍্যে আমরা ৪৫ টাকা দরে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির ব‍্যবস্থা করেছি। আর এটি আমাদের শুক্র ও শনিবার চলমান থাকবে।’

এদিকে জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, ‘জনপ্রতি ৩ কেজি করে আলু ক্রয় করতে পারবেন। শুক্রবার ও শনিবারসহ সপ্তাহে ৭ দিন চলবে এই কার্যক্রম। সুলভমূল‍্যে মোট ১ হাজার বস্তা আলু বিক্রি করা হবে। দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি কমানোর জন‍্য এটি আমাদের একটা প্রয়াস।’ সময় সংবাদ।