News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

খবর 2026-01-03, 11:10pm

national-social-service-day-was-observed-on-patuakhali-on-friday-dec-2-2026-1ff5c21262ce24fa873e09fa967667641767460246.jpg

National Social Service Day was observed on Patuakhali on Friday Dec 2, 2026.



পটুয়াখালী: "প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে  উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি  বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারি পরিচালক আছাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি প্রমূখ।

আলোচনা সভা শেষে  শারীরিক প্রতিবন্ধী, অসহায়, দুস্থ-হতদরিদ্র, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪২ জনকে যাচাই-বাছাই করে  ১লক্ষ ৩৩ হাজার টাকা আর্থিক  সহায়তা  প্রদান করা হয়। 

এসময় পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী,  সমাজসেবাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  কাউছার হামিদ বলেন,  সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। - গোফরান পলাশ