News update
  • Man killed after boat hits sand-laden bulkhead on Padma River     |     
  • Holy Shab-e-Meraj on January 16     |     
  • 2025: Resilient Economies, Smart Development, and More Jobs      |     
  • Dhaka rejects India's statement on incident at BD HC residence, New Delhi      |     
  • Stocks end lower; trading falls at DSE, improves at CSE     |     

আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-19, 1:36pm

rtetetetw-60aaba391ca2a6bb68b3a09ca5c9ebf41745048216.jpg




সামনে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল রোধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে পুলিশের মধ্যে কারও যদি ইন-অ্যাকটিভ থাকার প্রমাণ মেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই থেকে যাচ্ছেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার।’

এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার চার থানার পরিদর্শনের কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। সেই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শন যান তিনি। পরে একে একে আরও তিনটি থানা পরিদর্শন করেন।

এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন উপদেষ্টা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নেন ক্যান্টিনের খাবারের মান নিয়ে। একপর্যায়ে থানার বাইরে ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। জানতে চান তাদের অভিযোগ সম্পর্কে।