News update
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     
  • Journalist assaulted over report on auto-rickshaw license irregularities in RCC     |     
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     

ঈদের ট্রেনযাত্রা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-24, 8:50am

dhaka-khulna-train-5844d6d5d44a90c1a6abb60be2ce0d001742784632.jpg




আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রা আজ থেকে শুরু হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো।

এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রীম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছ রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ দেশের বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য, ঈদের বাকি আরও কিছু দিন। পরে গেলে অনেক ভোগান্তি বাড়তে পারে, তাই একটু আগভাগেই বাড়ির পথ ধরছেন রাজধানীর অনেকেই। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানিয়েছেন তারা। যমুনা।